21 Jan 2018
বাংলাদেশের শেরা ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেট এর সৌজন্যে রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়৷
উখিয়ার হাকিমপাড়া ও তাজমিনারঘোনা এলাকায় অবস্থানরত ২ হাজার রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে৷
গত ২১ জানুয়ারি রোববার থেকে ২৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
আলফা ডটনেটেবিড়ির প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান হায়দার ও জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিবের সমন্বয়ে বাসমাহ ফাউন্ডেশন ইউএসএর চেয়ারম্যান মীর হুসাইনের যৌথ উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর৷ হয়।
ত্রাণসামগ্রী হিসেবে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র এবং আর্থিক অনুদান প্রদান করা হয়। তাছাড়া মসজিদ-মক্তবে সোলার প্যানেল ও মাইকসেট দেয়া হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সেনাকর্মকর্তা সামাদ, তারিক ও আক্তার হোসাইন। ত্রাণ সমন্বয়কারী মাওলানা মাহমুদ মুজিব, ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেট এর প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান হায়দার, মাওলানা আতিক, মাওলানা শহিদুল, জনাব তাহের মিয়া, রাশেদুল ইসলাম, সোহাগ মন্ডলপ্রমুখ।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]