বগুড়ায় অনুষ্ঠিত উত্তরবঙ্গ তথ্য প্রযুক্তি মেলা

বগুড়ায় অনুষ্ঠিত উত্তরবঙ্গ তথ্য প্রযুক্তি মেলা

01 Jul 2018

উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠান এই মেলাতে অংশগ্রহণ করেছেন। উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তির বিকাশ এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুলির পারস্পরিক সুসম্পর্ক এই মেলার মূল লক্ষ্য। এই মেলার আয়োজন করেছে দেশের অন্যতম ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেট।

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার খুব কাছে এ তথ্য প্রযুক্তি মেলাটি অয়োজিত হয়েছে। মেলার অয়োজক আলফা নেটের প্রতিনিধি জানান, মেলাতে সাইবারটেক, জিরো পয়েন্ট, নেক্সটেক লিমিটেড সহ ৫০টির অধিক কোম্পানী অংশগ্রহণ করছে। এখানে বিভিন্ন কোম্পানী স্টলে তাদের সফটওয়্যার ও সেবা প্রদর্শন করেছেন। এছাড়াও মেলাতে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এন্ড আইটি ব্যাবসায়িক উদ্যোগ ও সম্ভাবনা নিয়ে ফ্রি সেমিনারের আয়জন করা হয়েছে।

মেলার উদ্ভোধোনি অনুষ্ঠানে এবং সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুস সামাদ অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি), বগুড়া।

উক্ত সেমিনারে বিশেষ বক্তা হিসেবে আইটি উদ্দ্যোক্তা এর ওপর বক্তব্য রেখেছেন আলফা নেট এর ফাউন্ডার, আমেরিকা থেকে আগত তথ্য প্রযুক্তিবিদ এবং প্রখ্যাত আইটি উদ্যোক্তা জনাব আবু সুফিয়ান হায়দার। এছাড়াও উদ্বোধনী বক্তব্য রাখেন আলফা নেটের সি ই ও জনাব মোঃ একরামুল হায়দার।

সাথে মডার্ন ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এর ওপর বক্তব্য রেখেছেন সি এস ই কনফারেন্সের ফাউন্ডার মোঃ ইসরাফিল মাসুম ও আউটসোর্সিং এর ওপর বক্তব্য রেখেছেন ফেভজেন এর কো-ফাউন্ডার মোঃ আব্দুর রহিম।

জনাব মোঃ আব্দুস সামাদ তার বক্তব্যের এক অংশে বলেছেন, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থি এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ স্থান থেকে উন্নতির সর্বোচ্চ শিখর আহরণে সাহায্য করবে, এরই সাথে তিনি এমন অনুষ্ঠান আয়োজনে আলফা নেট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং জনাব আবু সুফিয়ান হায়দার তার বক্তব্যে বলেছেন, আলফা নেট সবসময় সংশ্লিষ্ট সকলকে আইটি বিষয়ক যে কোনো সহায়তা প্রদানে প্রতুশ্রুতিবদ্ধ। উত্তরবঙ্গ তথ্যপ্রযুক্তি মেলাটির আয়োজক “আলফা নেট” বগুড়াবাসী সহ উত্তরবঙ্গের সকলকে মেলাতে অংশগ্রহনের জন্য ধন্নবাদ জ্ঞাপন করেন।

Need Help?

If you need any help to select the right solution for your business, please call us at 09613-250250 within 9:00AM- 9:00PM or you can start a live chat. Alpha Net's support team is available 24/7 via live chat.

Start Live Chat Mail Now Call Now

[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]

Select Location