17 May 2022
আলফা নেট আমেরিকা ভিত্তিক আইটি প্রতিষ্ঠান যা দীর্ঘ ২০ বছর সাফল্যের সাথে বাংলাদেশেসহ বিশ্বের ৫৮ টিরও বেশী দেশে এন্টারপ্রাইজ আইটি সলিউশন প্রদান করে আসছে এবং প্রতিটা গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদানের মাধ্যমে তাদের শতভাগ আস্থা অর্জনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আলফা নেট বাংলাদেশে ২০০১ ইং সাল থেকে যাত্রা শুরু করে এবং মানসম্মত সেবার কারনে বাংলাদেশসহ সারাবিশ্বে ব্যাপক সুনাম অর্জন করছে। আলফা নেট মানসম্মত সেবা এবং ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় প্রসারিত হয়েছে আলফা নেট এর বিভিন্ন ব্রাঞ্চ এর পরিধি। যার ধারাবাহিকতায় গত ১৭ই মে ২০২২ ইং তারিখে আলফা নেট এর কর্মচারীদের মনোরম পরিবেশ ও কাজের সুবিধার জন্য নতুন আঙ্গিকে সজ্জিত ঢাকা ব্রাঞ্চ এর শুভ উদ্বোধন হয়। বর্তমানে আলফা নেট ঢাকা ব্রাঞ্চ এর নতুন অবস্থান Eastern Arzoo Tower, Level 5; Suite #05-8, 61 Bijoy Nagar Road, Dhaka-1000.
উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আলফা নেট এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আলফা নেট ঢাকা ব্রাঞ্চ এর ম্যানেজার জনাব আব্দুর রহিম এবং উপস্থিত ছিলেন ঢাকা ব্রাঞ্চ এর সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
ফিতা এবং কেক কাটার মাধ্যমে নতুন আঙ্গিকের অফিস শুভ উদ্বোধন করেন আলফা নেট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ একরামুল হায়দার।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলফা নেট এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ একরামুল হায়দার। তিনি বলেন, " আলফা নেট এর 20 বছরের দীর্ঘ পথচলায় সাথে থাকা সকল কর্মকর্তা, কর্মচারী, গ্ৰাহক ও শুভানুধ্যায়ীদের জানাই আলফা নেট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলফা নেট শুধুমাত্র একটি কোম্পানি নয়, আলফা নেট সকলের আইটি প্রয়োজনীয়তার একটি ক্ষেত্র । আলফা নেট শুরু থেকে প্রতিটি গ্রাহকের আইটি প্রয়োজনীয়তা মেটাতে অঙ্গীকারাবদ্ধ। আলফা নেট ঢাকা ব্রাঞ্চ এর নতুন এই অফিসটি ব্যবসা প্রসারণের পরবর্তী ধাপকে এগিয়ে নিয়ে যাবে এবং আলফা নেট এর বিভিন্ন সার্ভিস বিশ্বের চারদিকে ছড়িয়ে যাবে । আমরা বিশ্বব্যাপী আমাদের সম্মানিত ক্লায়েন্টদের সর্বোত্তম সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আলফা নেট তার মিশনের প্রত্যাশায় আগামী বছরগুলিতে আরোও বাড়বে বলে আশাবাদী । নতুন স্থানটি কেবল আকর্ষণীয়ই নয়, অত্যন্ত কার্যকরী, অত্যাধুনিক প্রযুক্তির সাথে একটি দুর্দান্ত পরিবেশ তৈরি করেছে। তাই আমরা আসা রাখি, আমরা গ্রাহকদের সর্বচ্চো মানসম্মত সেবা দিতে পারব ইনশাল্লাহ।"
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]