28 Feb 2018
আলফা নেটের সহযোগিতায় বাংলা কবিতা (bangla-kobita.com) আসরের সদস্য ও কাব্যচর্চায় অনুরাগী নতুন প্রজন্মের পাশাপাশি বিদগ্ধ কবিদের পারস্পরিক পরিচিতি ও মেলবন্ধনের লক্ষ্যে কবি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি, ২০১৮ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কবি সম্মিলন ২০১৮ অনুষ্ঠিত হয়। কবি সম্মিলনে প্রধান অতিথি ছিলেন গীতিকবি ও কবি মোহাম্মদ রফিকউজ্জামান।
মুহ. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময় প্রকাশনীর কর্ণধার ফরিদ আহমেদ, অনুপ্রাসের নির্বাহী সভাপতি শেখ শামসুল হক, ছড়াকার আতিক হেলাল, বাংলা-কবিতা ডটকম-এর বিশিষ্ট কবি কবীর হুমায়ূন, কবি অনিরুদ্ধ বুলবুল, কবি গোলাম রহমান এবং আমেরিকা প্রবাসী বাংলা-কবিতা ডটকম-এর প্রতিষ্ঠাতা পরিচালক আশফাকুর রহমান পল্লব (pallab.com)।
প্রধান অতিথির বক্তব্যে কবি মোহাম্মদ রফিকউজ্জামান বলেন, শব্দের সুমধুর সমষ্টিতে যখন শব্দের মর্ম তার আভিধানিক অর্থকে ছাড়িয়ে যায় তখনই কেবল কবিতা জন্ম নেয়। নবীন কবিদের উদ্দেশে তিনি ছন্দ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের পরই কেবল তা ভাঙ্গার পরামর্শ দিয়েছেন।
বাংলা-কবিতা ডটকম-এর প্রতিষ্ঠাতা আশফাকুর রহমান কবিতার এই সমৃদ্ধ ওয়েব সাইটের সংক্ষিপ্ত ইতিহাস ও ফিচারসমূহ তুলে ধরেন। অনলাইনে বাংলা কবিতা ও কবিদের আর্কাইভ তৈরির মাধ্যমে বাংলা সাহিত্যের এই ধারাকে অনলাইনে সংরক্ষণ ও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করে এই কর্মযজ্ঞে নবীন কবিদের পাশাপাশি খ্যাতিমান কবিদের সম্পৃক্ততার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান পরিচালনায় করেন বাংলা-কবিতা ডটকম-এর সদস্য কবি পি কে বিক্রম ও কবি নাজমা আক্তার। দেড় শতাধিক নবীন ও প্রবীণকবির উপস্থিতিতে নির্ধারিত কবিগণ তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো দেশের অন্যতম ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেট (alpha.net.bd)।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]