16 Feb 2019
দেশের ওয়েব হোস্টিং উন্নয়নের লক্ষ্যে ‘ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রি সামিট-২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আজ বুধবার এ সামিটটি অনুষ্ঠিত হয়।
দেশের শীর্ষ ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং সমঝোতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়ন এই সামিটটির মূল উদ্দেশ্য। বাংলাদেশের ৩০টির বেশি শীর্ষ কোম্পানি এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর প্রেসিডেন্ট আলমাস কবির।
এটি ছিল তৃতীয় ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রি সামিট। এ বছর এর আয়োজনে ছিল বাংলাদেশের অন্যতম ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেট। তাদের সহযোগী সংগঠন হিসেবে ছিল জিওন বিডি, ঢাকা ওয়েব হোস্ট লিমিটেড এবং ওয়েব হোস্ট বিডি।
সামিটটিতে বর্তমানে বাংলাদেশের ওয়েব হোস্টিংয়ের সামগ্রিক পরিস্থিতি, বিবিধ সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সদস্যরা।
প্রধান অতিথি হিসেবে সমস্যাগুলোর সমাধান নিয়ে মূল্যবান বক্তব্য দেন বেসিস প্রেসিডেন্ট আলমাস কবির। তিনি ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নে বেসিসের সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলফা নেটের প্রধান নির্বাহী কর্মকর্তা একরামুল হায়দার। আড়ম্বরপূর্ণ মধ্যাহ্নভোজনের মাধ্যমে ওয়েব হোস্টিং সামিটের সমাপ্তি হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]