04 Sep 2019
দেশের সেরা এন্টারপ্রাইজ ওয়েব হোস্টিং কোম্পানী আলফানেটের পক্ষ থেকে সকল কাস্টমারকে আন্তরিক অভিনন্দন।
আলফানেট দীর্ঘ ১৮ বছর সাফল্যের সাথে কাস্টমারদের শতভাগ আস্থায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আলফানেট আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান । বাংলাদেশের কাস্টমার সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা অফিস ও বগুড়া অফিস কার্যক্রম শুরু করা হয় । বৃহত্তর উত্তর বঙ্গের রাজধানী খ্যাত বগুড়ায় আলফানেট অফিস কার্যক্রম শুরু করা হয় ১লা সেপ্টম্বর ২০১৫ সালে । কাস্টমার সেবার অব্যহতি রেখে ১লা সেপ্টম্বর ২০১৯ তারিখে আলফা নেট বগুড়া অফিসের ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হলো । বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফা নেটের ( সি. ই. ও.) , ( সি. টি. ও .) ,( অফিস ম্যানেজার ) ,অফিস কর্মচারীবৃন্দ এবং অতিথী বৃন্দ। বর্ষপূতি উপলক্ষ্যে আলোচনা সভা এবং নৈশ ভোজের আয়োজন করা হয়।
বর্ষপূতি উপলক্ষ্যে আলফা নেটের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ এবং কাস্টমারদের অভিনন্দন । আগামী দিনের সফলতা এবং সেবা দানের লক্ষ্যে সকলের কাছে দোয়া প্রার্থী।