বগুড়ায় ‘আইসিটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডে’ উদযাপন

বগুড়ায় ‘আইসিটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডে’ উদযাপন

07 Mar 2023

আইসিটি ক্ষেত্রে শিক্ষার্থীরা কিভাবে নিজেদের একটি সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারে সেই উদ্দেশ্যে গত ৬ মার্চ ২০২৩ এ অনুষ্ঠিত ICT Career Development Day - 2023 অনুষ্ঠান। আলফানেট ও তার অঙ্গ প্রতিষ্ঠান Nova IT Institute এর যৌথ উদ্যোগে আলফানেট এর নিজস্ব ক্যাম্পাসে একই দিনে দুই শিফটে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্ভাব্য ৫০০ জনেরও বেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, কিভাবে আইটি তে তাদের ক্যারিয়ার উন্নয়ন করবে সেই বিষয়বে অবগত হওয়ার জন্য।

শিক্ষার্থীদের সুবিধার্থে আলফানেটের প্রাঙ্গনে চারটি স্টল করা হয়েছিল এবং সেই স্টল গুলোতে অবস্থানরত ছিল আলফানেট এর নিজস্ব কর্মচারীগণ। এই স্টল গুলো ভিজিট করার মাধ্যমে শিক্ষার্থীরা আলফানেট ও এর সাথে জড়িত থাকা বিভিন্ন প্রজেক্ট বা সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীরা কিভাবে আইসিটি তে একটি সুন্দর ও সফল ক্যারিয়ার গঠন করতে পারে সেই সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করা। কারণ বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেক দ্বিধা-দন্ডে থাকে কোন স্কিলটি ডেভেলপ করবে, কিভাবে করবে, কিভাবে নিজেদের সময়টাকে প্রোডাক্টিভ ভাবে কাজে লাগবে ইত্যাদি বিষয়ে নিয়ে। এই জন্য পড়াশোনা ও দৈনন্দিন জীবনের পাশাপাশি ভবিষ্যৎ কর্ম জীবনের জন্য কিভাবে নিজকে প্রস্তুত করা যায় সেই সম্পর্কে শিক্ষার্থীদের জন্য আলোচনা করা হয়।

এই অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ডিন এবং পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির বিজ্ঞান অনুষদের বর্তমান ডিন প্রোফেসর ডঃ খাজা জাকারিয়া আহমেদ চিশতী,  আরিফুর রহমান আরিফ, সম্মানিত কাউন্সিলর, ১০ নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা, এবং বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ইন্সট্রাক্টর মিজানুর রহমান ও বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মৌসুমি খাতুন এবং প্রধান স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসি, বিখ্যাত প্রযুক্তিবিদ, Microsoft Certified Solutions Developer এবং আলফা নেট এর Founder আবু সুফিয়ান হায়দার।

আলফানেটের প্রষ্ঠিতা ও প্রধান স্পিকার, আবু সুফিয়ান হায়দার স্যার শিক্ষার্থীদের কে উদ্দেশ্যকে আইসিটি ক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপ করা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। তিনি বলেন, "আমাদের নিজেদের আত্মপর্যালোচনা করতে হবে, নিজেদের কোন কোন দক্ষতাগুলোর ঘাটতি আছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো কাটিয়ে উঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবসময় আত্মউন্নয়নের জন্য কাজ করতে হবে এবং কখনোই হাল ছেড়ে দেওয়া চলবে না।"

বর্তমান যুগ তথ্য-প্রযুক্তির যুগ এবং দিনে দিনে প্রযুক্তির ব্যবহার বেড়েই চলছে এবং আইটিতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ করার সুযোগ সৃষ্টি হচ্ছে। এটাকে কিভাবে অর্জন করা যায়, আইসিটিতে ভবিষ্যৎতে কি কি সুযোগ রয়েছে বা কি কি সুযোগ তৈরি হবে এবং সেই সুযোগ গুলো শিক্ষার্থীরা কিভাবে কাজে লাগানো যায় তা তুলে ধরেন প্রধান স্পিকার।

প্রধান স্পিকার আরো বলেন, উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে থেকে অনেক বেশি সংখ্যক বড় বড় প্রযুক্তিবিদ হোক। তারা দক্ষ জনশক্তিতে রুপান্তর হোক। দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ তথা বহিঃবিশ্বে নিজেদের প্রমাণ করুক। অনুষ্ঠানের একটি অংশে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুইজের উত্তর দেওয়ার মাধ্যমে জিতে নিয়ে আকর্ষণীয় পুরষ্কার। সেই সাথে একটি সফল "আইসিটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ডে - ২০২৩" সফল ভাবে শেষ হয়।

Need Help?

If you need any help to select the right solution for your business, please call us at 09613-250250 within 9:00AM- 9:00PM or you can start a live chat. Alpha Net's support team is available 24/7 via live chat.

Start Live Chat Mail Now Call Now

[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]

Select Location