20 Apr 2021
জনপ্রিয় ওয়েব কন্ট্রোল প্যানেল প্রতিষ্ঠান cPanel মূলত কারো cPanel সম্পর্কিত Service এবং Support প্রদানের দক্ষতা যাচাই এবং cPanel সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান আছে তার প্রমাণ এর পরেই কোন প্রতিষ্ঠানকে তাদের NOC Certification প্রদান করে।
সম্প্রতি আলফা নেট cPanel Certified পার্টনার প্রোগ্রামে অংশগ্রহণ করে এবং সফলভাবে cPanel Certified NOC Partner হিসাবে স্বীকৃতি লাভ করে। Certified NOC Partner হবার কারনে আলফা নেট এখন থেকে cPanel সংক্রান্ত সকল প্রকার সাপোর্ট আরো দ্রুত গতিতে cPanel Certified Engineer দের মাধ্যমে দিতে সক্ষম। এছাড়া Certified NOC Partner হবার সুবাদে আলফা নেট তাদের Fast & Reliable ডেডিকেটেড এবং ভিপিএস সার্ভারে cPanel SOLO License প্রদানে সক্ষম। cPanel SOLO একটি সার্ভারে শুধু একটি cPanel License ব্যবহারের অনুমতি দেয় এবং এর প্রাইস রেট অন্যান্য cPanel License এর থেকে কম।
আলফা নেট, cPanel Certified NOC Partner এর স্বীকৃতি পাওয়া উপলক্ষে আলফা নেট এর Chief Technical Officer মোঃ এশাম হায়দার জানিয়েছেন, "দেশের IT খাতে ধারাবাহিক উন্নয়ন এবং গ্রাহকদের মানসম্পন্ন সেবা প্রদান করায় আলফা নেট শুরু থেকেই কাজ করে আসছে। আর cPanel Certified NOC Partner হওয়ার মাধ্যমে প্রমানিত হয় আলফা নেটে এর Support Engineer cPanel সম্পর্কে সার্বিক জ্ঞান রাখে এবং গ্রাহকদের cPanel সম্পর্কিত যেকোনো সমস্যায়, তাৎক্ষনিক সমাধান দিতে আলফা নেট সক্ষম। আলফা নেট এর সকল অর্জন কাস্টোমার এবং শুভানুধ্যায়িদের জন্য। সর্বোচ্চমানের সেবা দিতে পারলেই এ অর্জন সার্থক হবে।"
বর্তমানে আলফা নেট cPanel এর সাথে শেয়ার্ড সার্ভার, ডেডিকেটেড সার্ভার ও VPS সার্ভার প্রদান করে থাকে, এছাড়া cPanel এর প্রয়োজনে Cloud Linux এবং Lightspeed Webserver সার্ভিস সমূহ প্রদান করে থাকে।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]