10 Mar 2024
৯ ই মার্চ ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হলো ওয়েব হোস্টিং সামিট ২০২৪ যা আয়োজিত হলো রাজধানী ঢাকার স্বনামধন্য হোটেল ৭১- এ ষষ্ঠতম 'ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রি সামিট। উক্ত এই হোস্টিং সামিট টির আয়োজনে ছিল দেশের স্বনামধন্য ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেট। উক্ত অনুষ্ঠান এ ৩৫ টিরও বেশি শীর্ষ ওয়েব হোস্টিং কোম্পানির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান এর মূল উদ্দেশ্য ছিল, ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়ন এবং এই ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি নির্ধারণ করা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :- বেসিস এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব, রাসেল আহমেদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :- জনাব, আবু দাউদ খান, ভাইস প্রেসিডেন্ট বেসিস । জনাব, আরিফুল হোসেন তুহিন, সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম তদন্ত বিভাগ) ।
জনাব , সঞ্জীব কুমার ঘটক, BTCL এর উপ-ব্যবস্থাপনা পরিচালক । আবু সুফিয়ান হায়দার, উদ্যোক্তা এবং সিনারিস ওয়েব সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ।
উক্ত ওয়েব হোস্টিং সামিট আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন:- একরামুল হায়দার সিইও আলফা নেট
এবং সহ আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন :- জুনায়েদ মিয়াজী, সি টি ও লিমডা হোস্ট । সালেহ আহমেদ, সিইও এক্সন হোস্ট । মুহাম্মদ শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ওয়েব হোস্ট ।
উপস্থিত ব্যাক্তিবর্গরা ওয়েব হোস্টিং কোম্পানি গুলোর বর্তমান অবস্থা , ভবিষ্যৎ সম্ভাবনা, এবং চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেন। এছাড়াও একে ওপরের মধ্যে পারস্পরিক সহযোগীতা এবং সুসম্পর্ক নিশ্চিত করার মাধ্যমে দেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিদ্যামান সমস্যা গুলো সমাধান এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমতে উপনীত হন। আলোচনা পর্ব শেষে নৈশ ভোজ এর মাধ্যমে এবারের ওয়েব হোস্টিং সামিটের সমাপ্তি হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]