14 Sep 2021
গত ৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে আলফা নেট এর Annual Tour-2021 উদযাপন করা হয়। আলফা নেট তার সম্মানিত কর্মীদের জন্য প্রতিবছর এধরনের Tour এর আয়োজন করে থাকে।
উক্ত আয়োজনে আলফা নেট এর সকল কর্মকর্তা এবং কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলের মতামতে ভেনু হিসেবে "সাজেক ভ্যালী" এবং "খাগড়াছড়ি (রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং এবং হর্টিকালচার পার্ক)" নির্বাচিত করা হয়। "সাজেক ভ্যালী" রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। এটি রাঙামাটি জেলার অন্যতম বৃহৎ একটি ইউনিয়ন। যেখানকার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য সবাই উপভোগ করেন।
Annual Office Tour-2021 এ প্রধান অতিথি হিসেবে যোগদান করেন আলফা নেট এর সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও আলফা নেট এর CEO জনাব মোঃ একরামুল হায়দার এবং আলফা নেট এর CTO জনাব মোঃ এশাম হায়দার উপস্থিত ছিলেন। Annual Tour-2021 উপলক্ষ্যে সকল কর্মচারীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন আলফা নেট এর CEO যে "কর্মীদের কাজের পাশাপাশি তাদের মানসিক সস্থি দেওয়ার জন্য আলফা নেট সর্বদা কাজ করে আসছে। কেননা কর্মীরা মানসিকভাবে প্রফুল্ল থাকলেই তারা সর্বোচ্চ মানের সেবা দিতে সক্ষম হবে। প্রতিটা কর্মচারীর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করার জন্য আলফা নেট এই দীর্ঘ ২০ বছর ধরে সাফল্যের সাথে তাদের সকল গ্রাহকদের মান সম্পন্ন সেবা দিয়ে আসছেন। সেই সাথে ভবিষ্যতেও প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ মানের সেবা দেওয়ার আহ্বান জানান। আল্লাহ তায়ালার ভালোবাসা এবং গ্রাহকদের দোয়ার কারনেই আলফা নেট এইধরনের আয়োজন করতে পারছে এবং ভবিষ্যতেও এইধরনের আয়োজন করতে পারবে বলে আশাবাদী।"
এর পরেরদিন ১০ সেপ্টেম্বর ভোরবেলা মেঘের রাজ্য সাজেকের অপরূপ মেঘের সৌন্দর্য উপভোগ করতে করতে আলফা নেট এর সকল কর্মকর্তা এবং কর্মচারীরা পৌঁছে যায় খাগড়াছড়িতে। সেখানে একে একে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং এবং হর্টিকালচার পার্ক এর ঝুলন্ত ব্রিজ সহ আরও বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করে এবং সেই সাথে Annual Tour-2021 এর সমাপ্তি হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]