15 Sep 2019
সেপ্টেম্বার ৫ থেকে ১২ পর্যন্ত থাইল্যান্ডের চিয়াং মাই শহরে অনুষ্ঠিত হলো APNIC 48 আন্তর্জাতিক সম্মেলন।
APNIC 48 সম্মেলনে ছিলো বিশ্বজুড়ে ইন্টারনেট প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি মিলন মেলা। গুগল, মাইক্রোসফট এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান সমুহ উক্ত সম্মেলনে অংশগ্রহন করে। সম্মেলনে উপস্থিত ছিলেন আলফানেটের নির্বাহী কর্মকর্তাগণ। এছাড়াও বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য প্রযুক্তিবিদ গণ উক্ত সম্মেলনে অংশগ্রহন করেন।
থাইল্যান্ডের চিয়াং মাই শহরের লা মেরিডিয়ান হোটেলে - 10 সেপ্টেম্বর - থাই নেটওয়ার্ক তথ্য কেন্দ্র ফাউন্ডেশন থাই নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার ফাউন্ডেশন (THNIC) এবং থাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (টিআইএসপিএ) এর সাথে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) কে সঙ্গে নিয়ে ৪৮ তম APNIC সিম্পোসিয়াম অনুষ্ঠিত হয়। এটি একটি গুরুত্বপূর্ণ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ইন্টারনেট সম্মেলন, যা সারা বিশ্ব জুড়ে ৫০০ এরও বেশি APNIC সদস্য এই ইভেন্টে অংশ নিয়েছে। ১২ সেপ্টেম্বার ২০১৯ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে APNIC 48 সম্মেলনের সমাপ্তী ঘোষনা করা হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]