02 Sep 2024
প্রযুক্তিপ্রেমী জনগণের দোরগোড়ায় স্মার্ট আইটি পরিষেবা পৌঁছে দেওয়ার এই পথচলার বর্ষপূর্তিতে গত ১লা সেপ্টেম্বর বিশেষ অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা নেট এর Chief Executive Officer (CEO) একরামুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফা নেট এর প্রধান উপদেষ্টা মোঃ ফরিদ হায়দার, Chief Technical Officer (CTO) এশাম হায়দার এবং Chief Human Resource Officer (CHRO) লাবণী হায়দার। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলফা নেট Bogura Office এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আলফা নেট এর CEO জনাব একরামুল হায়দার আলফা নেট বগুড়া অফিসের ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পদার্পণ উপলক্ষে সকলকে স্বাগত জানিয়ে বলেন, “আলফা নেটের এতদিনের চলার পথ মসৃণ ছিলো না। বাংলাদেশের বেশিরভাগ আইটি সেক্টরের জন্ম হয় রাজধানী ঢাকা থেকে। সকলের ধারণা আইটি সেক্টরের উন্নতির জন্য একমাত্র ঢাকাই অর্থনীতি ও পরিবেশ বান্ধব। কিন্তু, শুধু ঢাকাই কেন? বগুড়া কেন নয়? তাই খানিক টা পারিপার্শ্বিক অমতের জের নিয়েই শুরু হয় আলফা নেট এর বগুড়ার ব্রাঞ্চের পথচলা। আর এরই মধ্যে আমরা আল্লাহ তায়ালার অশেষ রহমতে দীর্ঘ ৯ বছর পেরিয়ে ১০ তম বছরে পদার্পণ করলাম। ইনশাআল্লাহ, আমরা আশা রাখি যে আলফা নেটের চলার পথ আরো সুগম হবে। এবং সেই সাথে আলফা নেট হবে বাংলাদেশের অন্যতম সেরা আইটি প্রতিষ্ঠান।”
অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও বিনোদনমূলক করার জন্য রাখা হয় কিছু মজাদার খেলার আয়োজনও। অনুষ্ঠানে উপস্থিত সকলেই খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ এবং উপভোগ করেন, সেই সাথে সকল Employee দের জন্য কিছু আকর্ষণীয় পুরস্কার এর ব্যবস্থা রাখা হয়েছিল।
আর অনুষ্ঠানের শেষভাগে নৈশভোজের পর আলফা নেটের প্রধান উপদেষ্টা জনাব মোঃ ফরিদ হায়দার তার কিছু সংক্ষিপ্ত বক্তব্যে আলফা নেটের সকল Employee দেরকে তার পরিবারের অংশ হিসাবে উল্লেখ করেন এবং দীর্ঘ পথ চলার শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]