30 May 2022
গত ২৯ ই মে ২০২২ ইং তারিখ রোজ রবিবার আলফা নেট বগুড়া ব্রাঞ্চ প্রসারণের জন্য একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফা নেট এর শুভানুধ্যায়ী এবং অতিথিবৃন্দ।
আলফা নেট বিশ্বব্যাপী একটি উচ্চ-মানের অবকাঠামো বজায় রেখে গ্রাহকদের সর্বোত্তম পরিষেবা প্রদান করার জন্য সর্বদা অঙ্গীকারবদ্ধ। গ্রাহকদের উন্নত প্রযুক্তির মাধ্যমে সেবা প্রদানের পাশাপাশি সকল কর্মকর্তা এবং কর্মচারীদের মনোরম পরিবেশে কাজ করার সুযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যে প্রসারিত করা হয়েছে আলফা নেট বগুড়া ব্রাঞ্চ এর পরিধি।
বগুড়ায় আলফা নেট এর অফিস কার্যক্রম শুরু করা হয়েছিল ১লা সেপ্টেম্বর ২০১৫ সালে। আলফা নেটের উল্লেখযোগ্য প্রসারণের কারণে নতুন করে অফিসের পরিধি আরো বৃদ্ধি এবং উন্নত করা হয়েছে। বর্তমানে আলফা নেট বগুড়া ব্রাঞ্চ এর অবস্থানঃ H# Padmarag, Yusuf Kazi Lane,Rahman Nagar, Bogura - 5800.
অনুষ্ঠানটির উদ্বোধন করেন আলফা নেট এর প্রধান উপদেষ্টা জনাব মোঃ ফরিদ হায়দার।
উক্ত অনুষ্ঠানে আলফা নেট এর সি ই ও জনাব মোঃ একরামুল হায়দার বলেন, "আলফা নেট এর অফিসের পরিধি বৃদ্ধি ব্যবসা প্রসারণের পরবর্তী ধাপকে এগিয়ে নিয়ে যাবে এবং আলফা নেট এর বিভিন্ন সার্ভিস বিশ্বে ছড়িয়ে যাবে। আমরা কর্মীদের উন্নত পরিবেশে কাজ করার সুবিধা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি যেন তারা বিশ্বব্যাপী আমাদের সম্মানিত ক্লায়েন্টদের সর্বোত্তম সার্ভিস দিতে সক্ষম হয়। আলফা নেট তার মিশনের প্রত্যাশায় আগামী বছরগুলোতে আরোও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ"।
আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানটি বিকেলের নাস্তা গ্রহনের মাধ্যমে সমাপ্তি হয়।
If you need help with selecting the right solution for your business, please call us at 09613-250250 within 8:30AM- 9:00PM or you can start a live chat. We are available 24/7 via live chat.
Call US Live Chat[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]