18 Mar 2018
কক্সবাজারে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে আলফা নেট এর সৌজন্যে দেশব্যাপী শুরু হওয়া সিএসই কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (১৪ ও ১৫ মার্চ) ইউনির্ভাসিটি এবং ইনস্টিটিউট অডিটরিয়ামে এ অনুষ্ঠানে তিন শতাধকি ছাত্রছাত্রী অংশ নেয়।
কনফারেন্সে দেশি-বিদেশি প্রযুক্তিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই কনফারেন্সের আয়োজক হোস্টিং কোম্পানি এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আলফা নেটের সিইও একরামুল হায়দার, বাংলা কবিতা ডট নেটের প্রতিষ্ঠাতা আশফাকুল রহমান প্রমুখ।
এ সময় আইটি ক্যারিয়ার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডাটাবেজ, সফটওয়্যার, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, রোবটিক্স, আউটসোর্সিং ইত্যাদি বিষয়ের ওপর উন্নত ক্যারিয়ার গঠন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।
কনফারেন্স শেষে শিক্ষার্থীদের দক্ষতাবৃদ্ধির জন্য আলফা নেট এর পক্ষ বিনামূল্যে ওয়েব হোস্টিং দেওয়া ও মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]