28 Jun 2018
আগামী ৩০শে জুন বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে "উত্তরবঙ্গ তথ্য প্রযুক্তি মেলা ২০১৮"l উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জেলার উল্লেখযোগ্য তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠান এই মেলাতে অংশগ্রহণ করছেন। উত্তরবঙ্গে তথ্য প্রযুক্তির বিকাশ এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুলির পারস্পরিক সুসম্পর্ক এই মেলার মূল লক্ষ্য। অয়োজনে দেশের অন্যতম ওয়েব হোস্টিং কোম্পানি আলফা নেট।
বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথার খুব কাছে "বগুড়া কনভেনশন সেন্টার" এ তথ্য প্রযুক্তি মেলাটি অয়োজিত হচ্ছে। মেলার অয়োজক আলফা নেটের প্রতিনিধি জানান, মেলাতে ২০টির অধিক কোম্পানী অংশগ্রহণ করছে। এখানে বিভিন্ন কোম্পানী স্টলে তাদের সফটওয়্যার ও সেবা প্রদর্শন করবেন। এছাড়াও মেলাতে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং এন্ড আইটি ব্যাবসায়িক উদ্যোগ ও সম্ভাবনা নিয়ে ফ্রি সেমিনারের আয়জন করা হয়েছে।
মেলাতে বিশেষ বক্তা হিসেবে থাকছেন আমেরিকা প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ ও প্রখ্যাত আইটি উদ্যোক্তা আবু সুফিয়ান হায়দার।
তথ্যপ্রযুক্তি মেলার ভেন্যু "বগুড়া কনভেনশন সেন্টার" সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং দর্শকদের সুবিধার্থে দ্রুতগতির ওয়াইফাই ইন্টারনেটের ব্যবস্থা থাকছে।
উত্তরবঙ্গ তথ্যপ্রযুক্তির মেলাটির আয়োজক “আলফা নেট” বগুড়াবাসী সহ উত্তরবঙ্গের সকলকে মেলাতে সদর আমন্ত্রণ জানান। বিস্তারিত জানতে: http://ict.info.bd/
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]