রাজশাহীতে অনুষ্ঠিত হলো "Career Development Program - 2025"

রাজশাহীতে অনুষ্ঠিত হলো "Career Development Program - 2025"

20 Feb 2025

তথ্য প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও Career গড়ার সুযোগ তৈরি করার লক্ষ্যে "Career Development Program – 2025 “ গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহঃস্পতিবার উত্তরবঙ্গের অন্যতম শীর্ষ কারিগরি প্রতিষ্ঠান রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী প্রযুক্তি উদ্যোক্তা এবং আলফা নেট এর সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আবু সুফিয়ান হায়দার। এছাড়াও Virtually Speaker হিসেবে যুক্ত ছিলেন Sineris এর Software Engineer ইসরাফিল মাসুম(Master of ECE from the University of Central Florida, United States)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্মানিত অধ্যক্ষ জনাব প্রকৌ. মো: খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন Alpha Net Chief Executive Officer (CEO) জনাব মোঃ একরামুল হায়দার, এবং Alpha Net এর Chief Technical Officer (CTO) জনাব এশাম হায়দার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সহকারী অধ্যক্ষ প্রকৌ. মোহাম্মদ মুক্তার হোসেন, প্রকৌ. মোহাম্মদ মনিরুল হক।

এবং অনুষ্ঠানটির তত্ত্বাবধায়নে ছিলেন রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর CST Department এর Head ইঞ্জিনিয়ার মোঃ আবুল কালাম আযাদ।

career-program
career-program

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের সাথে USA থেকে Virtually সরাসরি কথা বলেন এবং তাদের Time Management ও IT ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করার কৌশল নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন যা Career Development এ খুবই গুরুত্বপূর্ণ।

এরপর Alpha Net এর Chief Executive Officer(CEO) জনাব মোঃ একরামুল হায়দার একটি ভালো Career গঠনের জন্যে নিজেকে কিভাবে তৈরি করবেন তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পাশাপাশি প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের ভূমিকা, দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা ও আলফা নেট এ ভবিষ্যৎ সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানের Key Speaker জনাব আবু সুফিয়ান হায়দার তথ্য প্রযুক্তির বিভিন্ন সেক্টর, ক্যারিয়ার সম্ভাবনা এবং শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির কৌশল নিয়ে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি বাস্তব অভিজ্ঞতা ও গাইডলাইন শেয়ার করে শিক্ষার্থীদের IT Sector এ সফল Career গঠনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

quiz price
quiz price

উল্লেখ্য যে, অনুষ্ঠানব্যাপী Career Development সম্পকির্ত নানাবিধ গুরুত্বপূর্ণ আলোচনায় শিক্ষার্থীদের অধীর উৎসাহ লক্ষ্য করা গেছে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত তাদের ক্লান্তিহীন উপস্থিতি অনুষ্ঠানকে করেছে সাফল্যমণ্ডিত।

 Surprise Gift

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিনোদনের জন্য Surprise Gift এবং Quiz প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রতিটা শিক্ষার্থীকে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সহায়ক হিসেবে Certificate বিতরণ করা হয়।

Need Help?

If you need any help to select the right solution for your business, please call us at 09613-250250 within 9:00AM- 9:00PM or you can start a live chat. Alpha Net's support team is available 24/7 via live chat.

Start Live Chat Mail Now Call Now

[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]

Select Location