19 Feb 2025
১৯ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হলো 7th Annual Hosting Summit 2025 । রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেল Dhaka Regency Hotel & Resort এ সামিটের আয়োজন করে দেশের স্বনামধন্য হোস্টিং কোম্পানি আলফা নেট।
উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযুক্তিবিদ এবং প্রযুক্তি উদ্যোক্তা জনাব, আবু সুফিয়ান হায়দার। SISPAB, BDIX, IBCS সহ আরো ৩০ টিরও বেশি শীর্ষ হোস্টিং কোম্পানির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠান এর মূল উদ্দেশ্য ছিল, ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির সার্বিক উন্নয়ন এবং এই ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি নির্ধারণ করা।
উক্ত হোস্টিং সামিট আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন:- একরামুল হায়দার, CEO Alpha Net.
উপস্থিত ব্যাক্তিবর্গরা হোস্টিং কোম্পানি গুলোর বর্তমান অবস্থা , ভবিষ্যৎ সম্ভাবনা, এবং চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেন। এছাড়াও একে ওপরের মধ্যে পারস্পরিক সহযোগীতা এবং সুসম্পর্ক নিশ্চিত করার মাধ্যমে দেশের ওয়েব হোস্টিং ইন্ডাস্ট্রির বিদ্যামান সমস্যা গুলো সমাধান এবং সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমতে উপনীত হন। আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজ এর মাধ্যমে এবারের ওয়েব হোস্টিং সামিটের সমাপ্তি হয়।
[All Registered Trademarks, Logo and Brand Names are properties of their respective owners]